বিপ্লবের কাব্য গাঁথা



বিপ্লবের কাব্য গাঁথা
স ম আজাদ

হে স্বপন পারের কাব্য লক্ষ্মী
ভারচুয়াল জগতে দাও ক্ষণিক দেখা
বিমোহিত করো তুমি
আপ্লুত করো তুমি
সম্মোহিত করো তুমি
নাক্ষত্রিক জগতের ওপার থেকে
এসো তুমি
আমার মানস সরোবরে
ঘুচিয়ে দাও আমার বন্ধ্যাত্ব
দূর করো দাও আমার যত অক্ষমতা
আমায় যে ডাকছে
সমাজ বিপ্লবের মহাকাব্য গাঁথা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি