তুমি অনন্যা
তুমি অনন্যা
স ম আজাদ
এই মহাবিশ্বের যেদিকে
তাকাই
দেখি তোমার স্মিত হাসি
স্নিগ্ধ আলোর ঝর্ণাধারা।
তোমার লিপস্টিক কর্ষিত গাঢ়
লাল অধরোষ্ঠ
সৃজনের সমাপ্তি-বিন্দু
মহাবিশ্ব থেকে ওয়ান-ওয়ে
এন্ট্রান্স
কৃষ্ণ গহবরের আকর্ষণ
ফেরার নেইকো কোনো পথ।
তোমার চোখের বাঁকানো ভ্রু
কমিউনিজমের কাস্তে
নবোত্থিত বাঁকা চাঁদ।
তোমার গভীর শান্ত নীল
চোখে
প্রশান্ত মহাসাগরীয়
আকুতি
ফিরে এসো
ফিরে এসো হে পরিব্রাজক
পথের যে নেই শেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন