প্রতি-শোষণতন্ত্রের বয়ান


প্রতি-শোষণতন্ত্রের বয়ান
স ম আজাদ

জগত সংসারে উচ্চারিত বয়ান
নারী নারীর ঈর্ষা
নারী নারীর শত্রু
দুনিয়ার যত অনাসৃষ্টি
 মুলে নারীর হিংসা-বৃত্তি
কিন্তু জানিবে নিশ্চয় এযে পুরুষতন্ত্রের সৃষ্টি
ভাগ করো আর অধীনস্থ করো
 নারী সাবধান
আর নয় হিংসা হানাহানি
আর নয় রূপো-জীবিকা
করপোরেট আয়োজিত নারী-দিবসকে
না বলো
বর্জন করো সৌন্দর্য প্রতিযোগিতা
মনে মন মিলিয়ে এক হও
আঘাত করো পুরুষতন্ত্রের দুর্গে
শোষিত পুরুষের সাথে এক হও
আঘাত করো শোষণতন্ত্রের যন্ত্রে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি