
-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮০-এর দশকে ইংরেজী বিভাগের শিক্ষার্থী কবি সুনীল সাইফুল্লাহ ঘুমের বড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। ওনার স্মরণে জাকসু আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিল্লুর রহমান স্যার, তখনকার উপাচার্য। উনার কবিতার বিশ্লেষণ করে বক্তারা দেখালেন যে মৃত্যুর পূর্বে আত্মহত্যা বিষয়ক কবিতাই বেশী লিখেছিলেন। শেষ কবিতাতে লিখেছিলেন যে আত্মহত্যা তিনি করবেন চরম আনন্দের মুহুর্তে, দুঃখের মুহুর্তে নয়। আর একটি কবিতাতে দেখা যায় দ্বিধাদ্বন্দ্ব:
আত্মহত্যারর আগে শেষকথা কী লিখে যাবো এই প্রশ্ন
করে শেষ রাত শেষ আকাশ মাধুরী; শেষকথা কী বলে যাবো
সেই কর্কশ বিদ্যুৎ সবর্শরীর ঢেকে আছে, মেঘাচ্ছন্ন দিন-
কাঁদে বাসভূমি, ছিন্ন চালাঘ
আত্মহত্যার আগে কী তাঁকে প্ররোচিত করেছিল এই পৃথিবী থেকে বিদায় নিতে। তবে কি পৃথিবীর বৈষ্যমিক ব্যবস্থায় তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন