বাইসকেল ও আমি: স ম আজাদ
একটা কথা মনে পড়লো। আমি সবসময় বাইসাইকেল ব্যবহার করি। তো ৯০-এর দশকের কোন এক সময় বিকেলে বাইসাইকেলে টাঙ্গাইলের নিরালার মোড়ে গিয়েছি। নাম প্রকাশ করলাম না তার, তিনিও কলেজে অধ্যাপনা করেন। আমাকে বাইসাইকেল চালাতে নিষেধ করলেন. কলেজ শিক্ষক হিসেবে এটা নাকি অপমানজনক। রিক্সায় চড়তে না পারলে হাটবে, তবু সাইকেল চালাবে না। আমি বললাম তুমিতো কিছু পথ রিক্সায় যাও, কিছু পথ হাঁটো। আমি সাইকেল চালাই মানে আমি গতিতে আছি। টাঙ্গাইল শহরে ২০ মিনিটের মধ্যে যেকোনো জায়গায় দিয়ে কাজ সারতে পারি। আমার স্ত্রী বলেন তুমি সাইকেল চালাও আর আমাকে সবাই বলে ওনি এখনও সাইকেল চালায় কেন। ওনারতো কোনো উন্নতি হ;ল না। সাইকেল হারিয়েছি চারবার। এর মধ্যে একবার সাইকেল হারানোর পর আর একটা সাইকলে কিনেছি। তো বাড়ি যাওয়ার সময় আমার এক ভাইয়ের সাথে দেখা, তিনি বললেন আবারও সাইকেল কিনেছো। আমি বললাম হ্যাঁ, এটা হারালো আবারও সাইকেলই কিনবো, তিনি মোটর সাইকেল চালান। আর একবার এক শিক্ষার্থীর অভিভাবক আমায় বলেছিলেন যে আপনি আমার বাসায় সাইকেল চালিয়ে আসবেন না,দরকার হলে রিক্সায় না পারেন হেটে আসবেন আমার বাসায়। দুঃখের কথা আমি এখন বাইসাইকেল ছাড়া, প্রায় তিন-চার মাস আগে বাসার করিডর থেকে কেউ একজন নিয়ে গেছে। এই হল সমাজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন