চাষা হতে মন চায় স ম আজাদ


চাষা হতে মন চায়
স ম আজাদ
উৎসর্গ; আমার দাদাজান পৃথিবীতে এসেছেন। পুঁজিতন্ত্রের ভয়ংকর এক সময়ে যখন পৃথিবীর অধিকাংশ শিশুর বিকাশ অরক্ষিত, অনিরাপদ যুদ্ধ, খরা, দারিদ্র্য দিয়ে।আর পৃথিবীতে একা ভালো থাকা যায় না। দাদাজান সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলেও তাঁর চার পাশ ভয়ংকররূপে ভোগবাদ, পণ্যপুঁজা, স্বার্থপরতা, বিভেদের সংস্কৃতি দিয়ে পরিবেষ্টিত। আমার প্রত্যাশা তার বেড়ে উঠার কালে ভোগবাদ, পণ্যপুঁজার প্রভাব কমে আসবে মানবিক সমাজ সমতাবাদের দিকে অগ্রসর হবে। 20- 05-2022

সবকিছু দেখেশুনে আমার চাচাজানের মত চাষা হতে মন চায়।
যিনি সরল বিশ্বাসে কোন পথিক এলে আশ্রয় দিতেন, খাবার দিতেন।
বয়োবৃদ্ধ বাজান-মাকে সেবা করতেন চাচাজান-চাচী মিলে
কোনো ঘাটতি ছিল না আন্তরিকতার
এখানে শিক্ষিতজন গ্রেডধারী, কুটিল, বিভেদকামী, দুর্নীতিগ্রস্ত
ইহলৌকিক পণ্যকেন্দ্রীক জীবনযাপনে ধেয়ে চলে
গয়না-বিক্রয় করে যে মা পড়ার টাকা জোগায়
সারা সপ্তাহ জুড়ে ছেলের পছন্দের মাছ-খাঁটি দুধ
অন্যান্য সদাইপাতি মা পাটের বস্তায় ভরেন
ছেলের বাসায় নিয়ে যাবেন বলে
অসুস্থ মা ঢাকার বাস-স্টপে নামেন বস্তা নিয়ে।
ফোন করে বায়না ধরেন যেন ছেলে গাড়ি দিয়ে মাকে নিয়ে যায়
অপেক্ষায় থেকে অবশেষে মা বস্তা নিয়ে রিক্সায় উঠেন
গিয়ে দেখেন তার মহান উত্তরাধুনিক পুত্র বাসা থেকে তাঁর স্ত্রীসহ উধাও
গেটে তালা ঝুলছে।
মোবাইল বন্ধ।।

মন্তব্যসমূহ

  1. পুজিবাদের কারণে মিথ্যে নগরায়ন সৃষ্টি এবং বনায়ন ধ্বংস

    উত্তরমুছুন
  2. নগারয়নের ফলে চাষা হওয়া রীতিমতো স্বপ্নের ব্যাপার

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি