পোস্ট
মডার্ন
রূপান্তর
স
ম
আজাদ
চারপাশের আলো
গলিয়ে
অন্ধকার দাঁত বের করে হাসে
সর্বজনের রাস্তায় সার সার প্রাইভেট গাড়ি
নানা ব্র্যান্ডের বৈচিত্রে ভরপুর: বিএমডাব্লুও, ভলভো, নিশান
আরো কতকি!
সমাজের
পোস্ট
মডার্নে রূগান্তর: ভোগেই
সমৃদ্ধি
তরুণ-তরুণী, নব দম্পতি, বাম-ডান নেতা সবাই ছুটে চলে ভোগের নেশায়, পণ্য পুঁজায়
রাস্তায় ভিআইপি ট্রাফিক বহর
থমকে যায় সর্বজনের যান-গতি
সর্বজনের ইউনিভার্সিটি হলে
গণ-রুমে টর্চার সেলে তারুণ্যের ঘোরতর অধপতন
হায় একি দেখি
ক্লাবে ক্লাবে ক্রীড়া নেই
আছে ক্যাসিনো
গণতন্ত্রে গণ নেই
আছে তাহলে কি!
শোষণ
আর
শাসন
অন্ধকার দাঁত বের করে হাসে
সর্বজনের রাস্তায় সার সার প্রাইভেট গাড়ি
নানা ব্র্যান্ডের বৈচিত্রে ভরপুর: বিএমডাব্লুও, ভলভো, নিশান
আরো কতকি!
তরুণ-তরুণী, নব দম্পতি, বাম-ডান নেতা সবাই ছুটে চলে ভোগের নেশায়, পণ্য পুঁজায়
রাস্তায় ভিআইপি ট্রাফিক বহর
থমকে যায় সর্বজনের যান-গতি
সর্বজনের ইউনিভার্সিটি হলে
গণ-রুমে টর্চার সেলে তারুণ্যের ঘোরতর অধপতন
হায় একি দেখি
ক্লাবে ক্লাবে ক্রীড়া নেই
আছে ক্যাসিনো
গণতন্ত্রে গণ নেই
আছে তাহলে কি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন