সাম্যের তাৎপর্য
সাম্যের তাৎপর্য
স ম আজাদ
আজ যেদিকে তাকাই
চোখ ধাঁধানো আলোর মধ্যেও
অন্ধকার দেখি
ডিগ্রী দেখি মানুষ দেখি না
আনুষ্ঠানিকতা দেখি কিন্তু তাতে প্রাণ দেখিনা
কৃষকের ধানের খেতে
ধান কাটার সেলফি তোলে পরগাছা শ্রেণী
কৃষক ঊণ-গুরুত্বের হয়ে যায়
পণ্যপুজারিদের প্রাণহীন দাম্ভিক পদভারে
ঈদসহ সকল ধর্মীয় উৎসবে
সাম্যের তাৎপর্য ভুলুন্ঠিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন