সর্বনাশের ষোলকলা

 সর্বনাশের ষোলকলা

স ম আজাদ

 

যেদিন পায়রার ছাতু বাদ দিয়ে হরলিকস ধরি

অধপতনের সেইতো শুরু

 গরুর দুগ্ধ পান বাদ দিয়ে বোটকা গন্ধের টাইগার পান করি 

রোদ মাখা গায়ের কালো রংকে 

ফেয়ার এন্ড লাভলি দিয়ে সাদা করার বৃথা চেষ্টা করি

 আর কালোকে অপর ভাবি

 কৃষককে অধস্তন 

 সেদিন থেকেই সর্বনাশের ষোলকলা পূর্ণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি