মহাবয়ানের স্বপ্ন স ম আজাদ

 

মহাবয়ানের স্বপ্ন
স ম আজাদ
 
ফরাসি বিপ্লব স্বপ্ন দেখিয়েছিল
সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের
ছিনতাই হয়ে গেছে
প্যারিস কমিউন দেখিয়েছিল
ওয়ার্কার্স কন্ট্রোল সম্ভব
বুর্জোয়া-অভিজাত গোষ্ঠী রক্তের হোলি খেলে
কমিউনকে হত্যা করে
অক্টোবর বিপ্লব জয়যুক্ত হয়
সকল ক্ষমতা সোভিয়েতের
আওয়াজ তোলে
পুঁজিতন্ত্রের ঘেরে জটিল মিথষ্ক্রিয়ায়
বার্লিন দেয়াল ভেঙ্গে পড়ে
অবারিত হয় সারা দুনিয়া
পুঁজির মুনাফা লুন্ঠনে
কিন্তু সাধ্য নেই পুঁজির স্বপ্ন লুন্ঠনে
মেহনতিরা বার বার জেগে ওঠে ধ্বংসস্তুপ থেকে
পুঁজির স্বপ্ন হত্যা মেহনতির স্বপ্ন দেখার দ্বান্দ্বিকতা
নিরন্তর চলতেই থাকে
সেই মহাবয়ানের স্বপ্নের দিকে
প্রত্যেকে দেবে তার সাধ্যমত
প্রত্যেকে নেবে তার প্রয়োজনমত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি