আর্নেস্ট রাদারফোর্ড- একটি সংক্ষিপ্ত পরিচিতি স ম আাজাদ
আর্নেস্ট রাদারফোর্ড ১৮৭১-এর ৩০ আগস্ট জন্মগ্রহন করেন নিউজিল্যান্ডের নেলসনের নিকবর্তী স্প্রিংগ্রোভে। তাঁর পিতা জেমস ছিলেন একজন কৃষক, তিনি স্কটল্যান্ডের পার্থ থেকে অভিবাসী হিসেবে নিউজিল্যান্ডে বসত স্থাপন করেছিলেন। তাঁর মা মার্থা থমসন স্কুল শিক্ষক ছিলেন, তিনিও ইংল্যান্ডের এসেক্সের ছিলেন। ১৮৯৩-এ আর্নেস্ট রাদারফোর্ড ওয়েলিংটনে অবস্থিত ইউনিভার্সিটি অফ নিউজিল্যান্ড থেকে এমএ ডিগ্রী লাভ করেন এবং পরের বছর বি.এস-সি অর্জন করেন। তিনি সম্মানজনক “১৮৫১ একজিবিশন স্কলারশিপ পান। এই বৃত্তির অধীনে তিনি ক্যামব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে রিসার্চ স্টুডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পান জে জে থমসনের অধীনে। ১৮৯৮-এ তিনি মনট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে চেয়ার লাভ করেন, এখানে তিনি ১৯০৭ অবধি কাজ করেন। তারপর তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে আসেন Langworthy Professorship গ্রহণ করতে, এখানে তিনি তাঁর সবচেয়ে বিখ্যাত গবেষণা করেন। ১৯১৯-এ তিনি ক্যামব্রিজে প্রত্যাবর্তন করেন ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির ইস্পিরিশনাল লিডার হিসেবে। তিনি ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিকে খ্যাতির শিখরে নিয়ে যান international centre of scientific excellence হিসেবে। তিনি ১৯০৮-এ নবেল পুরস্কার পান রসায়নে এবং ১৯১৪-এ নাইট উপাধি পান। তিনি রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন ১৯২৫ থেকে ১৯৩০ অবধি এবং ১৯৩১-এ লর্ড উপাধি পান (First Baron of Nelson)। তিনি ক্যামব্রিজে ১৯৩৭-এর ১৯ অক্টোবরে মারা যান।তাঁর মৃত্যুর ৬০ বছর পরে তাঁর সম্মানে ১০৪ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তেজস্ক্রিয় মৌলটি নামকরণ করা হয় রাদারফোর্ডিয়াম।
এমআইটি-এর রসায়নের অধ্যাপক ক্যাথেরিন ড্রেনান তাঁর মৃত্যু সম্পর্কে বলেন যে He was the victim of his fame। কারণ সেকালে ইংল্যান্ডে নিয়ম ছিল নাইড উপাধি পাওয়া কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসা করাবেন একজন নাইট উপাধি পাওয়া ডাক্তার, অন্য কোন ডাক্তার নন। ।তিনি অসুস্থ হয়ে পড়লে কাছাকাছি কোনও নাইট উপাধি পাওয়া ডাক্তার ছিল না। এজন্য তিনি প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। ব্রিটিশ এমপায়ারে সেই সময়ে প্রচলিত এই Hierarchical সিস্টেমের বলী হলেন অ্যার্নেস্ট রাদারফোর্ড।
.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন