অসংলগ্ন পংক্তিমালা ২ স ম আজাদ

 

অসংলগ্ন পংক্তিমালা ২
স ম আজাদ

মহাঘোরের কাল
গ্রাম রক্ষা বাঁধ হয়ে যায়
বিনোদনের হাট
জিওব্যাগের ওপর বসে সন্ধ্যার লাল সূরুজ দর্শন
যেন শেষ হয় না
বিলাসি দর্শনার্থীদের পদভারে পিষ্ট
জিওব্যাগগুলোর অসহায় নিরব আর্তনাদ
ওরা চিন্তিত ওদের আয়ু কমে যাচ্ছে
হোমোসাপিয়েন্সের কান্ডজ্ঞান ক্রমাগত নিম্নগামী
হায় সবই নয়া্উদারতাবাদের খেল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি