সিস্টেম ম্যাটারস স ম আজাদ

 সিস্টেম ম্যাটারস
স ম আজাদ
 
পুরোনো মুঠোফোন
হয়তো বিক্রি করে পাবে কয়েক হাজার টাকা
তার জন্য কত ঝুঁকি
ধরা পড়লে
গণ-পিটুনি, লঘু পাপে গুরু দন্ড
কৈশরক কালে বাবা-মার স্নেহে লালিত-পালিত
হয়তো পিতামাতা দরিদ্র কিন্তু তার সন্তানটি আদরের
হতে পারে ও কখনি পায়নি পিতামাতার কাছ থেকে দামী ব্র্যান্ডের খেলনা
কিন্তু পেয়েছে মাটির তৈরী খেলনা ঘোড়া, লাল রংয়ের হাওয়াই মিঠাই
মুখে দিলে নিমেষেই হাওয়া হয়ে যেতে।
জেনিটিক্যালি কখনও কেউ সমাজ-বিরোধী হয়ে জন্মায় না
পুঁজিতান্ত্রিক সমাজের ভেতরে জারি থাকা ডায়ালেকটিক্সের চক্করে পড়ে
কেউ কেউ হয়ে যায় সমাজ বিরোধী পকেটমার-সিদ কাঁটা চোর
সিস্টেম ম্যাটারস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি