নিউট্রন
১.নিউক্লিয়াসের ভেতর কী আছে?
১৯১০ নাগাদ ভাবা হতো পরমাণুতে একটা ভারী কেন্দ্র আছে, এর চারদিকে ইলেকট্রন আবর্তন করছে। কিন্তু পারমাণবিক ভর পরিমাপে দেখা যায় যে সকল নিউক্লিয়াসে অবশ্যি অন্য কিছু কণিকা আছে পূর্ণ সংখ্যায়। নিউক্লিয়াসের ভেতর এই কণিকাগুলো কী?
এই কণিকাগুলোর একটি প্রোটন। ধণাত্মক রশ্মি নিয়ে গবেষণার সময় প্রোটন আবিষ্কৃত হয়। হাইড্রোজেনকে আয়নিত করে প্রোটন তৈরী করা যায়। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে হালকা, এতে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে। আয়নিত করে পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করে প্রোটন পাওয়া যায়।
ভারী পরমাণুতে যদি কেবলমাত্র প্রোটন থাকতো তবে তাদের চার্জ পরিমাপকৃত চার্জের থেকে বেশী হতো। আর চার্জের সংখ্যাতো ইলেকট্রনের সংখ্যার থেকে বেশী হতে পারে না, কারণ পরমাণু চার্জ নিরপেক্ষ। রাদারফোর্ড ভাবলেন নিউক্লিয়াসে প্রোটন ও ‘নিউট্রাল ডাবলেট’ আছে। ‘নিউট্রাল ডাবলেট’ গঠিত হয় দৃঢ়ভাবে আবদ্ধ প্রোটন ও ইলেকট্রন দিয়ে। বিভিন্ন নিউক্লিয়াসের জন্য পরিমাপকৃত ভর ও চার্জের ব্যাখ্যা এর সাহায্যে করা যেতে পারে।
১৯১০ নাগাদ ভাবা হতো পরমাণুতে একটা ভারী কেন্দ্র আছে, এর চারদিকে ইলেকট্রন আবর্তন করছে। কিন্তু পারমাণবিক ভর পরিমাপে দেখা যায় যে সকল নিউক্লিয়াসে অবশ্যি অন্য কিছু কণিকা আছে পূর্ণ সংখ্যায়। নিউক্লিয়াসের ভেতর এই কণিকাগুলো কী?
এই কণিকাগুলোর একটি প্রোটন। ধণাত্মক রশ্মি নিয়ে গবেষণার সময় প্রোটন আবিষ্কৃত হয়। হাইড্রোজেনকে আয়নিত করে প্রোটন তৈরী করা যায়। হাইড্রোজেন পরমাণু সবচেয়ে হালকা, এতে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে। আয়নিত করে পরমাণু থেকে ইলেকট্রন আলাদা করে প্রোটন পাওয়া যায়।
ভারী পরমাণুতে যদি কেবলমাত্র প্রোটন থাকতো তবে তাদের চার্জ পরিমাপকৃত চার্জের থেকে বেশী হতো। আর চার্জের সংখ্যাতো ইলেকট্রনের সংখ্যার থেকে বেশী হতে পারে না, কারণ পরমাণু চার্জ নিরপেক্ষ। রাদারফোর্ড ভাবলেন নিউক্লিয়াসে প্রোটন ও ‘নিউট্রাল ডাবলেট’ আছে। ‘নিউট্রাল ডাবলেট’ গঠিত হয় দৃঢ়ভাবে আবদ্ধ প্রোটন ও ইলেকট্রন দিয়ে। বিভিন্ন নিউক্লিয়াসের জন্য পরিমাপকৃত ভর ও চার্জের ব্যাখ্যা এর সাহায্যে করা যেতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন