বেরিলিয়াম বিকিরণ

বেরিলিয়াম বিকিরণ
১৯৩০এ জার্মান পদার্থবিদ বোথে ও বেকার হালকা ধাতু বেরিলিয়ামকে আলফা কণিকাসমূহ দিয়ে আঘাত করে দেখতে পান যে খুবই ভেদনযোগ্য বিকিরণ বিচ্ছুরিত হয়। এই বিকিরণ আয়নিত হয় না, এবং তারা এটিকে গামা রশ্মি বলে অনুমান করেন।
১৯৩২এ আইরিন ও ফ্রেডেরিক জুলিও কুরী ফ্রান্সে এই বিকিরণ নিয়ে গবেষণা করেন। তাঁরা প্যারাফিন ওয়াক্সের ব্লককে এই রেডিয়েশন দিয়ে আঘাত করেন। তাঁরা দেখতে পান যে ওয়াক্স থেকে প্রোটন নির্গত হয়। তাঁরা এই প্রোটনসমূহের গতি পরিমাপ করেন এবং দেখতে পান যে ওয়াক্স থেকে প্রোটনসমূহ নির্গত হতে হলে গামা রশ্মিসমূহকে অবিশ্বাস্য শক্তিতে ওয়াক্সকে আঘাত করতে হয়।
চ্যাডউইক জুলিও-কুরির পরীক্ষাটি রাদারফোর্ডের নিকট রিপোর্ট করেন। রাদারফোর্ড বিশ্বাস করেননি যে গামা রশ্মির আঘাতেই ওয়াক্স থেকে প্রোটন নির্গত হয়েছে। তিনি ও চ্যাড‌উইক মনে করেন যে বেরিলিয়াম থেকে নিউট্রন নির্গত হচ্ছিল। নিউট্রনসমূহের ভর প্রোটনসমূহের ভরের কাছাকাছি। কাজেই নিউট্রনসমূহ ওয়াক্স বক্সকে আঘাত করে খুব সহজে প্রোটনসমূহ নির্গত করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি