উত্তর নারী বাদে স্বাগতম এবং অচল বামপন্থা মার্জি পিয়েরসি
মার্জি পিয়েরসি একজন আমেরিকান কবি, উপন্যাসিক, অ্যাক্টিভিস্ট। জন্ম
মার্চ ৩১, ১৯৩৬। তিনি নারীবাদী লেখালেখির জন্য সুপরিচিত। তিনি ১৯৯৩এ আর্থার
সি ক্লার্ক পুরস্কার পান তাঁর হি, সি অ্যান্ড ইট গ্রন্থের জন্য।
তাঁর Wellcome to post feminism and the left is obsolete শিরোনামের কবিতাটির অনুবাদ হলো আমার একটি দুর্বল প্রয়াস।
তাঁর Wellcome to post feminism and the left is obsolete শিরোনামের কবিতাটির অনুবাদ হলো আমার একটি দুর্বল প্রয়াস।
উত্তর নারী বাদে স্বাগতম এবং অচল বামপন্থা
মার্জি পিয়েরসি
মার্জি পিয়েরসি
কোনো জুলুম নেই
কেবল করপোরেট মেশিনে ঢুকে পড়ো
এর বিপুল ব্যক্তিত্বের অংশভাক হও।
তোমাদের প্রত্যেকে এমনকি তুমিও হয়ে যেতে পারো মিলিওনিয়ার
যদি তুমি কঠোরতর চেষ্টা করো
উর্ধ্বগামী নিশানা স্থির করো।
এবং তুমি একটি বা দুটি লটারি জিতে নিতে পারো
একটি নিখুঁত প্লাস্টিক শিশুর জন্ম দিতে পারো বা পিতা হতে পারো
সে আরো সমৃদ্ধ মিলিওনিয়ার হবে
তার কোনো দুঃখ সমস্যা থাকবে না [অথবা তুমি ব্যর্থ হবে]।
নব্বই পর্যন্ত তোমাকে সুশ্রী দেখাবে;
যেকোনো খারাপ কিছু প্রতিস্থাপন করা যাবে।
ভাগ্য একটি পাকা ফল, তোমার অনেক ওপরে ঝুলন্ত
সুতরাং লম্ফ দাও,অব্যাহত রাখো লম্ফ।
অবশ্যি তুমি এর সবটা পেতে পারো।
জীবনতো নস্যি, কর্মচ্যুতির চিঠি
রাসায়নিক থেকে ক্যান্সার
কিছু করপোরেশনের প্রসাবের ধারা নেমে আসে
ভুগর্ভস্থ জলীয় অভ্যন্তরে।
রয়েছে জঘন্য মর্টগেজ
তোমার ক্ষুদ্র সঞ্চয় চুরি করতে
ভিক্ষাবৃত্তি শুরুর পূর্বে।
ওয়ালমার্টে পার্কিং লটে ধর্ষণ
সুলভ নার্সিং হোম, পেশাবে ভেজা বিছানা, ব্যর্থতার ভারে
তোমার পরিবারে ভাঙ্গন।
ঢুকে পড়ো, ঢুকে পড়ো।
ইতোমধ্যে হয়ে গেছে
তোমার গোর খোঁড়া।
কেবল করপোরেট মেশিনে ঢুকে পড়ো
এর বিপুল ব্যক্তিত্বের অংশভাক হও।
তোমাদের প্রত্যেকে এমনকি তুমিও হয়ে যেতে পারো মিলিওনিয়ার
যদি তুমি কঠোরতর চেষ্টা করো
উর্ধ্বগামী নিশানা স্থির করো।
এবং তুমি একটি বা দুটি লটারি জিতে নিতে পারো
একটি নিখুঁত প্লাস্টিক শিশুর জন্ম দিতে পারো বা পিতা হতে পারো
সে আরো সমৃদ্ধ মিলিওনিয়ার হবে
তার কোনো দুঃখ সমস্যা থাকবে না [অথবা তুমি ব্যর্থ হবে]।
নব্বই পর্যন্ত তোমাকে সুশ্রী দেখাবে;
যেকোনো খারাপ কিছু প্রতিস্থাপন করা যাবে।
ভাগ্য একটি পাকা ফল, তোমার অনেক ওপরে ঝুলন্ত
সুতরাং লম্ফ দাও,অব্যাহত রাখো লম্ফ।
অবশ্যি তুমি এর সবটা পেতে পারো।
জীবনতো নস্যি, কর্মচ্যুতির চিঠি
রাসায়নিক থেকে ক্যান্সার
কিছু করপোরেশনের প্রসাবের ধারা নেমে আসে
ভুগর্ভস্থ জলীয় অভ্যন্তরে।
রয়েছে জঘন্য মর্টগেজ
তোমার ক্ষুদ্র সঞ্চয় চুরি করতে
ভিক্ষাবৃত্তি শুরুর পূর্বে।
ওয়ালমার্টে পার্কিং লটে ধর্ষণ
সুলভ নার্সিং হোম, পেশাবে ভেজা বিছানা, ব্যর্থতার ভারে
তোমার পরিবারে ভাঙ্গন।
ঢুকে পড়ো, ঢুকে পড়ো।
ইতোমধ্যে হয়ে গেছে
তোমার গোর খোঁড়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন