সুখ ভাবনা
সুখ ভাবনা
স ম আজাদ
মানুষের সুখানুসন্ধান অর্থাৎ সুখী হতে চাওয়া একটা সহজাত প্রবৃত্তি। জীবন ব্যাপী এই অনুসন্ধান চলতেই থাকে। কেউ সুখের নাগাল পায়, কেউ পায় না। কেউ আত্ম-সুখানুসন্ধানে ব্যাপৃত থাকে, অপরের সুখের কথা ভাবে না। ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষমতাকে সুখী হওয়ার মানদন্ড মনে করে। তাদের ক্রয় ক্ষমতা যত বাড়তে থাকে, সমষ্টির আপেক্ষিক দারিদ্র্যতা তত বাড়তে থাকে। পুঁজির দৌরাত্মও তত বাড়তে থাকে। পুঁজি এভাবে সমাজে বিমানবীকরণ প্রক্রিয়া জারী রাখে। ধণীক শ্রেণী অতিভোগ থেকে বিমানবিক হয়ে পড়ে, দরিদ্ররা মানবিক জীবন থেকে ছিটকে পড়ে। এভাবে পুঁজি সক্রেটিসের সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তন-এর ধারণার প্রতি-ধারণাকে উস্কে দেয়। ফলে মানব সমাজ সামূহিক বিনাশের দ্বারপ্রান্তে উপনিত হয়।
স ম আজাদ
মানুষের সুখানুসন্ধান অর্থাৎ সুখী হতে চাওয়া একটা সহজাত প্রবৃত্তি। জীবন ব্যাপী এই অনুসন্ধান চলতেই থাকে। কেউ সুখের নাগাল পায়, কেউ পায় না। কেউ আত্ম-সুখানুসন্ধানে ব্যাপৃত থাকে, অপরের সুখের কথা ভাবে না। ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষমতাকে সুখী হওয়ার মানদন্ড মনে করে। তাদের ক্রয় ক্ষমতা যত বাড়তে থাকে, সমষ্টির আপেক্ষিক দারিদ্র্যতা তত বাড়তে থাকে। পুঁজির দৌরাত্মও তত বাড়তে থাকে। পুঁজি এভাবে সমাজে বিমানবীকরণ প্রক্রিয়া জারী রাখে। ধণীক শ্রেণী অতিভোগ থেকে বিমানবিক হয়ে পড়ে, দরিদ্ররা মানবিক জীবন থেকে ছিটকে পড়ে। এভাবে পুঁজি সক্রেটিসের সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তন-এর ধারণার প্রতি-ধারণাকে উস্কে দেয়। ফলে মানব সমাজ সামূহিক বিনাশের দ্বারপ্রান্তে উপনিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন