কসমিক ঈশ্বরী
কসমিক ঈশ্বরী
স ম আজাদ
আন্তরজালের কসমিক ঈশ্বরী অনুভবের
তার সবুজ পারের হলুদ শাড়ি, কপালে সবুজ টিপ,
সমুখে এলিয়ে দেয়া চুল,
মৃদু হাসি, বুদ্ধিদীপ্ত চোখ
কম্পন তোলে ঐন্দ্রজালিক
সেই কম্পনের কসমিক ঢেউ ছড়িয়ে পড়ে
বিশ্বময়।
অতিন্দ্রীয় এই সৌন্দর্যে মুগ্ধ হন কবি
বিস্ময়ে!
তাকে অন্বেষণ করে
মহাবিশ্বময়
একবার তাকে পায়
আবার পায় না।
এই রহস্যময়তা চলতেই থাকে....।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন