বিচ্ছিন্নতার বয়ান
বিচ্ছিন্নতার বয়ান
স ম আজাদ
কোথায় আমার সুখময় সমাপ্তি
জানতে চাই না
শুধু জানি শ্রমের ধারাবাহিকতাই সুখ।
অলস শ্রমবিমুখ মানুষেরা বিমানবিক
সত্ত্বা থেকে বিচ্ছিন্নতায়।
শ্রমিক মানুষেরা বিমানবিক
শ্রম থেকে বিচ্ছিন্নতায়
শ্রমবিমুখ মানুষের শোষণে শাসনে।
শ্রমিক মানুষেরা মানবিক হয়
শোষণ-নিপীড়নের বিরুদ্ধে
দ্রোহে
বিচ্ছিন্নতার অবসানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন