উদ্বাস্তু মন

উদ্বাস্তু মন
স ম আজাদ
উদ্বাস্তু মন কোথাও থিতু হতে পারে না
সারাদিনমান খুঁজে ফিরে
কিসের সন্ধানে তাও জানে না।
এখান থেকে সেখানে
সেখান থেকে ঐখানে অন্বেষণ চলতেই থাকে
যাযাবর বৃত্তির ঘোরে
নান্দনিক ঈশ্বরীর সন্ধানে।
মার্কস থেকে কান্ট, পাউলিং থেকে সাগান
মুক্তি কি মিলবে না এই ঘোর থেকে
একি চলতেই থাকবে আমৃত্যু!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি