ভারচুয়াল প্রেম
ভারচুয়াল
প্রেম
স ম আজাদ
ছোট গল্প,
কবিতা, এথেনা, মানসী, বনলতা সেন
আমি তোমার
মাঝে খুঁজে পাই এই সব বহুমাত্রিক অস্তিত্ব
ছোট গল্পের
শেষ হয়েও হলো না শেষের রেশ
কবিতার রাঙানো
অন্তর ভূবন
এথেনার হৃদয়
নিংড়ানো আশির্বাদ
সহস্রাব্দের
মানসীতে রূপান্তর
এবং
জীবনানন্দীয় বনলতা
সেনের দু’দন্ড শান্তি
তারপর
হঠাৎ
ভার্চুয়াল জগৎ থেকে তোমার অন্তর্ধান
তবু তুমি
অনিঃশেষ আমার মাঝে
আমি তোমার
জন্য মৃত্যুবরণ করবো
তবে আত্মহত্যা
করে নয়
অন্যায়ের বিরুদ্ধে
সংগ্রাম করে।
চরম আনন্দের
মুহুর্তে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন