কসমিক ভালোবাসা

কসমিক ভালোবাসা
স ম আজাদ

কিশোর কিশোরীকে ভালোবেসেছিল
একটি মহাকাব্যিক চিঠিও দিয়েছিলো
মেয়েটি পেয়েছিলো কিনা জানতে পায়নি
কিশোরীটি কিশোরকে একটি অণু চিঠি দিয়েছিলো
কিশোরের মন হেসে উঠেছিলো
কসমিক আনন্দের বন্যায়
তারপর
হঠাৎ কিশোরীটি হারিয়ে যায়
কিশোরের মন জমাট বেঁধে
শুকনো বরফ হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব স ম আজাদ

পরকীকরণ: মার্কসের তত্ত্বের ভূমিকা

রসায়নের প্রকৃতি এরিক শেরি